Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রাজশাহী জেলার আওতাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় টেলিফোন এক্সচেঞ্জের নম্বরসমূহ পরিবর্তন সংক্রান্ত।
বিস্তারিত

উন্নত ও আধুনিক সেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহী জেলার আওতাধীন রাজশাহী বিশ্ববিদ্যালয় টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন ৬ (ছয়) ডিজিটের টেলিফোন নম্বরসমূহ বিটিসিএল এর MOTN প্রকল্পের আওতায় নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ (এগার) ডিজিটের নতুন নম্বরসমূহ দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

 

টেলিফোন এক্সচেঞ্জের পুরাতন নম্বরসমূহ নিম্নোক্তভাবে প্রতিস্থাপন করা হচ্ছে:-

ক্রমিক নং

এক্সচেঞ্জের নাম

পুরাতন নম্বর

নতুন নম্বর

মন্তব্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় টেলিফোন এক্সচেঞ্জ

০৭২১-৭১১XXX

০২৫৮৮৮-৬XXXX


 

যোগাযোগ : ০১৭৪৪-৪২৫৫২২, ০২৫৮৮৮-৬৬১০০ (সকাল ৯টা - বিকাল ৫টা)

 

প্রসঙ্গত উল্লেখ্য, বিটিসিএল টু বিটিসিএল কিংবা মোবাইল টু বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮০২৫৮৮৮-XXXXX’ নম্বরে কল করতে হবে। অর্থাৎ বহিঃ বাংলাদেশ হতে কলের ক্ষেত্রে ১৩টি ডিজিট চাপতে হবে।

 

নম্বর পরিবর্তনের কারণে সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

 

 

মোঃ রাকিবুল হাসান

উপ-মহাব্যবস্থাপক (টেলিকম) (অঃ দাঃ)

বিটিসিএল, রাজশাহী।

টেলিফোন: ০২৫৮৮৮-০০০১১

প্রকাশের তারিখ
01/08/2022
আর্কাইভ তারিখ
01/12/2022